২০২৩-২৪ মৌসুমের ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। একই গ্রুপে রয়েছে আবাহনী ও মোহামেডান। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে ড্র অনুষ্ঠিত হয়েছে।
ফেডারেশন কাপের গত আসরের দুই ফাইনালিস্ট আবাহনী ও মোহামেডান ‘বি’ গ্রুপে পড়েছে। ‘সি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও শক্তিশালী শেখ রাসেল ক্রীড়া চক্র।
‘এ’ গ্রুপে রয়েছে তিনটি দল। শেখ জামাল, পুলিশ এফসি’র সঙ্গে রয়েছে রহমতগঞ্জ। ‘বি’ গ্রুপে মোট ৪টি দল। আবাহনী মোহামেডানের সঙ্গে চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স। ‘সি’ গ্রুপে কিংস, শেখ রাসেলের সঙ্গে অন্য দলটি হচ্ছে ফর্টিস এফসি।
আগামী ২৬ ডিসেম্বর থেকে ১০ টি দল নিয়ে মোট তিনটি গ্রুপে হবে ফেডারেশন কাপের খেলা। খেলা হবে মোট তিনটি ভেন্যুতে। গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ ও বসুন্ধরা কিংস অ্যারেনায়। সেমিফাইনাল দুইটি হবে মুন্সিগঞ্জে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে।
গ্রুপ ‘এ’ : পুলিশ, শেখ জামাল ও রহমতগঞ্জ।
গ্রুপ ‘বি’ : আবাহনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স।
গ্রুপ ‘সি’ : বসুন্ধরা কিংস, শেখ রাসেল ও ফর্টিস এফসি।