ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের জন্য সেরা তিন গোলরক্ষকের নাম প্রকাশ করেছে ফিফা। আগামী ১৫ জানুয়ারি লন্ডনে ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
সেরা গোলরক্ষকের তালিকায় জায়গা পেয়েছেন ব্রাজিলের এদেরসন, মরক্কোর ইয়াসিন বোনো এবং বেলজিয়ামের থিবো কোর্তোয়া।
সেরা গোলরক্ষক বাছাইয়ে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।
এই লড়াইয়ে প্রাথমিকভাবে ছিলেন পাঁচ জন। যাদের বেছে নিয়েছিল বিশেষজ্ঞ প্যানেল। এদের মধ্যে সংক্ষিপ্ত তিন জনের তালিকা করা হয়েছে ফিফা ওয়েবসাইটে জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের দেয়া ভোটের ভিত্তিতে।
কাতার বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন ইয়াসিন বোনো। এছাড়াও গত মৌসুমে স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়েও বোনো ছিলেন উজ্জ্বল। বিশ্বকাপে বোনোর দারুণ পারফরমেন্সে মরক্কো ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলে।
এদিকে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকলেও, কোর্তোয়া বিবেচিত সময়ে দারুণ পারফর্ম করেছেন। মূলত কোর্তোয়া তার জাত চিনিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে। কোর্তোয়ার রিয়াল মাদ্রিদের পারফরমেন্স তাকে সেরা তিনে জায়গা করে দিয়েছে।
আর এদারসন ম্যানসিটির হয়ে জিতেছেন ট্রেবল। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে সিটিকে লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্রাজিলের এই গোলরক্ষক।