Homeআন্তর্জাতিকগাজায় এখনো নিখোঁজ ৮ হাজার ফিলিস্তিনি

গাজায় এখনো নিখোঁজ ৮ হাজার ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও আট হাজার; আশঙ্কা করা হচ্ছে তাদের অধিকাংশই মারা গেছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মুহাম্মদ আল-মুগাইর আল জাজিরাকে জানান, গাজা উপত্যকায় অনবরত বোমা হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। উপত্যকাটিতে যেসব বেসামরিক নিখোঁজ, তাদের বেশিরভাগই ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ উত্তর এবং দক্ষিণ গাজার বেশিরভাগ মানুষই নিখোঁজ বলে জানান তিনি।

আল-মুগাইর বলেন, ‘দূর্ভাগ্যবশত ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষদের উদ্ধার করার জন্য নিরাপত্তা কর্মীদের পর্যাপ্ত বাহনও নেই।’

ইসরাইলের ভয়াবহ হামলায় গাজাবাসী একদিকে বাস্তুচ্যুত হয়েছে, অন্যদিকে ভারি বৃষ্টিপাত এবং প্রচণ্ড ঠান্ডা জেঁকে বসেছে উপত্যকাটিতে। এতে অসহনীয় দুর্ভোগে জীবন পার করছেন এ উপত্যকার বাসিন্দারা। ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী-শিশু। এছাড়া আহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

সর্বশেষ খবর