Homeখেলাকোপা দেল রে'তে সহজ প্রতিপক্ষ পেল রিয়াল-বার্সা

কোপা দেল রে’তে সহজ প্রতিপক্ষ পেল রিয়াল-বার্সা

স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা কোপা দেল রে’র শেষ ৩২-এ সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরের দুটি দলের বিপক্ষে লড়বে এই দুই জায়ান্ট।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রতিযোগিতাটির শেষ ৩২ -এর ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে আরানদিনা ও বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে বার্বাস্ত্রোর নাম ওঠে। গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপে খেলা চার দল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ ও ওসাসুনা সরাসরি প্রতিযোগিতাটির শেষ ৩২ থেকে খেলবে।

লা লিগার তৃতীয় পরাশক্তি অ্যাতলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ তৃতীয় স্তরের দল লুগো। একই স্তরের কাস্তেইনোকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ওসাসুনা।

কোপা দেল রে’র শেষ ৩২ এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী বছর জানুয়ারির ৬ ও ৭ তারিখে।

কোপা দেল রে’র বর্তমান শিরোপার মালিক রিয়াল মাদ্রিদ। গতবার ফাইনালে ওসাসুনাকে হারিয়ে ২০তম বারের মতো চ্যাম্পিয়ন হয় লস ব্লাঙ্কোরা। প্রতিযোগিতাটির রেকর্ড শিরোপার মালিক বার্সেলোনা। মোট ৩১ বার তারা প্রতিযোগিতাটি জিতেছে।

Exit mobile version