দেখে মনে হবে প্রতিশোধ পরায়ণ হয়ে কেউ তার প্রতিপক্ষের ওপরে ঝাঁপিয়ে পড়েছে! কিন্তু আদতে সেটি নয়। কেবল খেলার মধ্যে গোল উদযাপনের অংশই ছিল সেটি। কিন্তু ব্যতিক্রমী সেই উদযাপন পুরো ফুটবল বিশ্বে ভাইরাল টপিকে পরিণত হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) সিরি বি’র ম্যাচে মুখোমুখি হয় সাম্পডোরিয়া ও লেসে। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় সাম্পডোরিয়া। দলটির হয়ে দুটি গোলই করেছেন ফরোয়ার্ড সেবাস্তিয়ানো এস্পোসিটো। তবে দলের জয়ের থেকেও আলোচনার টেবিলে সামনে এসেছে সেবাস্তিয়ানোর উদযাপন।
ম্যাচ শেষে ডাগ আউটে থাকা কোচ আন্দ্রেয়া পিরলোর কাছে যান সেবাস্তিয়ানো। সে সময়ে কোচের জ্যাকেটের কলার ধরে ঝাঁকাতে থাকেন সেবাস্তিয়ানো। ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে, আনন্দ ধরে রাখতে না পেরে ওই খেলোয়াড় এমন কাজ করেছেন। তবে সে সময়ে ঝাঁকাতে গিয়ে কোচকে মাটিতে প্রায় ফেলেই দিচ্ছিলেন সাম্পডোরিয়া ফরোয়ার্ড।
খবরে আরও বলা হয়েছে, সেবাস্তিয়ানোর কর্মকাণ্ডের জবাবে চুপ ছিলেন কোচ। নাহলে কোনো অঘটন ঘটে যেতে পারত। এ দিকে এমনভাবে জয় উদযাপন শেষে কোচকে জড়িয়ে ধরেন ওই খেলোয়াড়। তাদের উদযাপনের ভিডিও ক্লিপ এখন নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে।