Homeরাজনীতি১৪ দলকে যেসব আসন ছাড়তে পারে আওয়ামী লীগ

১৪ দলকে যেসব আসন ছাড়তে পারে আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগিতে ১৪ দলের শরিকদের সঙ্গে বৈঠকে বসছে আওয়ামী লীগ।

রোববার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীতে এমপি হোস্টেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদি জোট সূত্র বলছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল থেকে এবার রাশেদ খান মেনন (ওয়ার্কার্স পার্টি) বরিশাল-২, হাসানুল হক ইনু (জাসদ) কুষ্টিয়া-২, আনোয়ার হোসেন মঞ্জু (জাতীয় পার্টি- জেপি) পিরোজপুর-২, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি (তরিকত ফেডারেশন) চট্টগ্রাম-২, ফজলে হোসেন বাদশা (ওয়ার্কার্স পার্টি) রাজশাহী-২, দিলীপ বড়ুয়া (বাংলাদেশের সাম্যবাদী দল) চট্টগ্রাম থেকে এবং শিরীন আখতার (জাসদ) ফেনী থেকে নির্বাচন করতে পারেন।

আওয়ামী লীগ ছাড়া ১৪ দলের বর্তমান শরিক দলগুলো হলো- বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল (এমএল), তরিকত ফেডারেশন, কমিউনিস্ট কেন্দ্র, ন্যাপ (মোজাফফর), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ, রেজাউর), জাতীয় পার্টি (জেপি, মঞ্জু), গণতান্ত্রিক মজদুর পার্টি এবং গণ-আজাদী লীগ।

এগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, ন্যাপ এবং তরিকত ফেডারেশ ভাঙনের শিকার হয়েছে।

Exit mobile version