সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়।।
পঞ্চগড় সদর উপজেলার দশমাইল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে অর্থের বিনিময়ে অফিস সহায়ক পদে নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসী।প্রতিষ্ঠানের গেইট সংলগ্নে রোববার (১০ ডিসেম্বর) সকালে এলাকার যুব সমাজের ব্যানারে এ কর্মসুচি পালন করে তারা।এর আগে অফিস সহায়ক পদে ৭ ডিসেম্বর মাহমুদুর রহমান মুন্নাকে নিয়োগ দেন কর্তৃপক্ষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সাবেত আলী, প্রতিষ্ঠানে জমিদাতা কফিল উদ্দিন, এলাকাবাসী শিরিন আক্তার, মোজাম্মেল হক প্রমূখ।
বক্তারা বলেন,৬ লাখ টাকার বিনিময়ে মাহমুদুর রহমান মুন্নাকে নিয়োগ দিয়েছে প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনতেজার রহমান।তারা আরো বলেন,সকাল ৮ টার মধ্যে তড়িঘড়ি করে নিয়োগ দিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রধানকে প্রতিষ্ঠানে না পেয়ে ফোনদিলে বন্ধ পাওয়া যায়।