বেশ কিছুদিন ধরেই আলোচনায় নেই ‘বড় ছেলে’। ‘বড় ছেলে’ খ্যাত জিয়াউল ফারুক অপূর্ব জনপ্রিয়তার শীর্ষে থাকলেও ইদানীং অনিয়মিত লাইট, ক্যামেরা অ্যাকশনে। দীর্ঘ বিরতি কাটিয়ে সমুদ্রের উত্তাল হাওয়ার মতোই ফিরলেন অভিনেতা।
প্রকাশ পেল এটি সিএমভি’র ব্যানারে ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’-এর ‘পথে হলো দেরী’ নাটকের টিজার।
মাত্র ৩০ সেকেন্ডের এই টিজারে দেখা যাচ্ছে নৌকার সামনে দাঁড়িয়ে তিনি উত্তাল সমুদ্রে ভাসছেন। সেখানে বলতে শোনা যাচ্ছে, ‘কিছু কিছু সম্পর্ক উত্তাল সমুদ্রের মতো। দিকহীন। কূল নেই কিনারা নেই। তবুও ভালোবাসার গন্তব্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কখনও কখনও হয়ে যায় দেরি।’
টিজারটি প্রকাশ পেয়েছে ৮ ডিসেম্বর। প্রকাশের পর সেটি ভাইরাল হয়ে যায়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয় মুহূর্তে। চলতি বছরের শেষে এসে ছক্কা মেরে কামব্যাক করলেন অপূর্ব।
নাটকটির চিত্রনাট্য ও নির্মাণে রয়েছেন জাকারিয়া সৌখিন। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তটিনী, মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া প্রমুখ।
এছাড়াও এই নায়ক কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন। সিনেমার নাম ‘চালচিত্র’। নির্মাণ করছেন প্রতিম ডি গুপ্ত।