Homeরাজনীতিবিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ আইসিইউতে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ আইসিইউতে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে স্বাস্থ্যের অবনতি হলে তাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

শনিবার (৯ ডিসেম্বর) বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খন্দকার মোশাররফ হোসেন গত ৫ ডিসেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্যের অবনতি হলে শুক্রবার রাতে তাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করে হয়েছে।

গত ১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান তিনি।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই তখন জানান, খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনের বহির্ভাগে একটি ‘স্ফেনয়েড উইং মেনিনজিওমা’ টিউমার রয়েছে।

টানা দুই মাস চিকিৎসা শেষে ৫ সেপ্টেম্বর দেশে ফেরেন খন্দকার মোশাররফ হোসেন।

সর্বশেষ খবর