ইসরাইলগামী সব জাহাজে হামলা করার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এছাড়াও সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে ইসরাইলি বন্দরের সঙ্গে লেনদেন করা থেকে বিরত থাকতে সতর্ক করেছে সশস্ত্র গোষ্ঠীটি। খবর আল জাজিরার।
শনিবার ( ৯ ডিসেম্বর) এক বিবৃতিতে হুতির একজন মুখপাত্র বলেন, ‘যদি গাজা প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায়, তাহলে লোহিত সাগরে ইসরাইলগামী সব জাহাজে আমাদের সশস্ত্র বাহিনী হামলা করবে।’
সম্প্রতি লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালীতে ইসরাইল সংশ্লিষ্ট বেশ কয়েকটি জাহাজে হামলা ও দখল করেছে। এছাড়াও তারা ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপ করেছে।
গত সপ্তাহে, হুতিরা ইয়েমেনি উপকূলে দুটি জাহাজে আক্রমণ করেছিল। যার মধ্যে একটি বাহামা-পতাকাবাহী জাহাজ ছিল। তবে জাহাজটি ইসরাইলি মালিকানাধীন বলে দাবি করা হয়েছিল।
এ বিষয়ে হুতির কর্মকর্তরা বলেছেন, ফিলিস্তিনকে সমর্থন করে তারা এসব হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরাইলের দাবি, জাহাজে হামলা ‘ইরানী সন্ত্রাসবাদের কাজ।’
দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ১৭ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ নভেম্বর গাজায় সাময়িক যুদ্ধবিরতি দেয় ইসরাইল। এই যুদ্ধবিরতির মেয়াদ দুই দফায় বৃদ্ধি করা হয়। তবে, যুদ্ধবিরতির মেয়াদ শেষে আবারো পুরোদমে গাজায় হামলা শুরু করেছে ইসরাইলি সেনারা।