Homeখেলাসাবেক ক্লাবের বিপক্ষে রক্তাক্ত মার্টিনেজ

সাবেক ক্লাবের বিপক্ষে রক্তাক্ত মার্টিনেজ

তিন বছর আগেও গায়ে আর্সেনালের জার্সি চাপাতেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। গানার্সদের ডেরা ছেড়ে তিনি নাম লেখান অ্যাস্টন ভিলায়। সেই ক্লাবের হয়েই সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নেমে রক্তাক্ত হয়েছেন তিনি।

শনিবার (৯ ডিসেম্বর) আর্সেনালের বিপক্ষে খেলতে নামে অ্যাস্টন ভিলা। এ ম্যাচের শেষের দিকে চোট পান মার্টিনেজ। দলকে একটি নিশ্চিত গোলের হাত থেকে বাঁচাতে গিয়ে বারপোস্টের সঙ্গে তার মুখের ধাক্কা লাগে। তাতে রক্ত ঝরে চোখের পাশ থেকে।

রক্তাক্ত হওয়ার ম্যাচে নায়কোচিত পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেন মার্টিনেজ, ম্যাচসেরার পুরস্কারও গেছে তার পকেটে। ভিলা পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। জন ম্যাকগিন স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন।

চলতি মৌসুমে ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে অ্যাস্টন ভিলা। তিনদিন আগে ম্যানচেস্টার সিটিকেও হারিয়েছিল তারা। এই নিয়ে উনাই এমেরির অধীনে ঘরের মাঠে টানা ১৫ ম্যাচে জয় পেল ভিলা। যা ঘরের মাঠে তাদের টানা জয়ের নতুন রেকর্ড।

ভিলা পার্কের বধ্যভূমিতে এদিন ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে আর্সেনাল। লেওন বেইলি একাধিক ডিফেন্ডারকে পায়ের কারিকুরিতে কাটিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাট-ব্যাক করেন। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে শরীর ঘুরিয়ে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন ম্যাকগিন।

প্রথমার্ধে আর্সেনাল তেমন সুযোগই তৈরি করতে পারেনি। ৩২ মিনিটে বুকায়ো সাকা প্রথমবারের মতো ভিলার গোলমুখে শট নিতে পারেন। তবে সেই শট ভিলার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের পরীক্ষা নেওয়ার জন্য যথেষ্ট ছিল না।

সর্বশেষ খবর