ভারতীয়দের একের পর এক গর্বের সাগরে ভাসাচ্ছেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। আন্তর্জাতিক সব ক্ষেত্রেই যেন দিয়ে চলেছেন পদচিহ্ন। আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ পদচিহ্ন হিসেবে অ্যাকাডেমি মিউজিয়াম গালায় অংশ নিলেন বলিউড এই অভিনেত্রী।
বলিউডের প্রথম সারির নায়িকা হিসেবে নিজের জায়গা শক্ত করেছেন অনেকে আগেই। নিজের দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার মঞ্চে তাকে দেখা গিয়েছিল। এরপর ৯৫তম অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপনার সম্মানজনক গুরু দায়িত্বে দেখা যায় তাকে।
একজন ভারতীয় হিসেবে নিজ দেশকে একের পর এক সম্মান দেয়ার পর এবার অ্যাকাডেমি মিউজিয়াম গালায় অংশ নিতে দেখা গেল দীপিকাকে।
লস অ্যাঞ্জেলেসে বসেছিল ২০২৩ সালের অ্যাকাডেমি মিউজিয়াম গালার এ আসর। সোমবার ( ৪ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হওয়া এ আসরে হলিউডের এক ঝাঁক তারকার পাশাপাশি দ্যুতি ছড়ান ভারতীয় এ অভিনেত্রীও।
মেরিল স্ট্রিপ,অপরাহ উইনফ্রে, সেলেনা গোমেজ, নিকোলা পেল্টজের মতো তারকাদের সঙ্গে একমাত্র ভারতীয় তারকা হিসেবে অংশ নেন বলিউড অভিনেত্রী দীপিকা।
এ সময় দীপিকা পড়েছিলেন লুই ভিতোঁর নীল রঙের মখমলে গাউন। গ্ল্যামারে ভরা রূপের দ্যুতির সঙ্গে কানে পড়েছিলেন ডায়মন্ডের ঝোলা দুল, হাতে ব্রেসলেট, আঙুলে একাধিক আংটি। আর খোলা চুলের দীপিকার লুক এরই মধ্যে নেটিজেনদের মন কেড়েছে। মুখে ব্রোঞ্জ শেডের মেকআপে কুপোকাত দীপিকা ভক্তরা।