বলিউডের বহুলপ্রতীক্ষিত সিনেমা ‘ফাইটার’-এর টিজার প্রকাশ করা হয়েছে। প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। শুক্রবার (৮ ডিসেম্বর) প্রকাশ্যে এসেছে এই সিনেমার টিজার।
এর আগে জুনে প্রকাশ্যে এসেছিল ‘ফাইটার’ হিসেবে হৃতিকের ফার্স্ট লুক। তবে টিজারে ঝলকানি দেখিয়েছন সিনেমার নতুন জুটি। সব ছাপিয়ে টিজারের আলোচনার কেন্দ্রবিন্দুতে হৃতিক-দীপিকার অন্তরঙ্গ দৃশ্য। টিজারে তারই কিছুটা প্রমাণ পাওয়া যায়।
সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি এবং দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় অভিনয় করছেন।
‘ফাইটার’ প্রযোজনা করেছে ‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।
জানা গেছে সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ২৫ জানুয়ারি।