এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি।।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ সভা করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান প্রামাণিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি জহুরুল ইসলাম,অধ্যক্ষ এএফএম মুনসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু ,যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. রায়হানুল কবির,প্রভাষক রুহুল আমিন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, রাজনৈতকি, সামাজিক ও সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৯টায় শহরের দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।