জাতীয় দলে খেলেছেন মাত্র এক ম্যাচ। দেশের বাইরে খেলা হয়নি কোনো লিগে। তবে ইতোমধ্যেই তার মধ্যে আগামী দিনের তারকা হওয়ার সব রকম সম্ভাবনা দেখছে অনেক ফুটবল বোদ্ধা। তার প্রতিভায় মুগ্ধ হয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তো দেড় বছর আগেই চুক্তি সেরে রেখেছে।
১৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফেলিপে এনদ্রিক এবার আলোচনায় অন্য রকম একটি রেকর্ডে নাম লিখিয়ে। ব্রাজিলিয়ান লিগ- সিরি আর ইতিহাসে ১৮ বছরের কম বয়সীদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন নেইমার জুনিয়রকে। এ রেকর্ডে তার চেয়ে এক গোল বেশি করে শীর্ষে আছেন সাবেক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিও।
বুধবার (৬ ডিসেম্বর) ব্রাজিলিয়ান লিগে নিজেদের শেষ ম্যাচে এনদ্রিকের গোলে ক্রুজেইরোর বিপক্ষে সমতা নিয়ে মাঠ ছাড়ে তার দল পালমেইরাস। তাতে ৩৮ ম্যাচ শেষে গ্রেমিওর চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থেকে ২০২২-২৩ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হয় পালমেইরাস। লিগে পালমেইরাসের টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে শেষ ৮ ম্যাচেই ৬ গোল এসেছে এনদ্রিকের পা থেকে। সব মিলিয়ে ৩১ ম্যাচে তার গোল সংখ্যা ১১।
১৮ বছরে পা রাখার আগে ২০০৮-০৯ মৌসুমে ৩৩ ম্যাচ খেলে ১০ গোল করেছিলেন নেইমার। তবে তালিকার শীর্ষে থাকা রোনালদো মাত্র ১৬ বছর বয়সেই ১২ গোল করেছিলেন। এরপর তিনি পাড়ি দেন পিএসভি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মিলান ও এসি মিলানের মতো বিশ্বের বাঘা বাঘা ক্লাবগুলোতে।
এদিকে আগামী জুলাইয়ে ১৮ বছর বয়সে পাড়ি দেয়া মাত্র এনদ্রিকও যোগ দেবেন স্প্যানিশ ক্লাব রিয়ালে। গত বছরের ডিসেম্বরে তার সঙ্গে চুক্তি সেরে রেখেছিল লস ব্লাঙ্কোরা।