Homeখেলাদুই ম্যাচ নিষিদ্ধ পিএসজি গোলরক্ষক

দুই ম্যাচ নিষিদ্ধ পিএসজি গোলরক্ষক

লা হাভ্রের বিপক্ষে লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে পিএসজি। এ ম্যাচেই প্রতিপক্ষ দলের রাইটব্যাক জোসে ক্যাসিমিরকে পা দিয়ে মাথায় আঘাত করেন দলটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। যে কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগ কর্তৃপক্ষ।

লা হাভ্রের মাঠে ম্যাচের ১০ মিনিটের মাথায় ফাউল করেন দোন্নারুমা। জাল বাঁচাতে গিয়ে ক্যাসিমিরকে গুরুতরভাবে মাথায় আঘাত করেন তিনি। পরে লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয় ইতালিয়ান গোলরক্ষককে।

শুধু লাল কার্ড দেখেই বেঁচে যাননি দোন্নারুমা। দুই ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছেন তিনি। তাতে পিএসজির আগামী দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। যার একটির প্রতিপক্ষ নঁত ও অন্য ম্যাচের প্রতিপক্ষ লিলে। এই দুই ম্যাচের মাঝে আরও একটি ম্যাচ রয়েছে পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগের সে লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লড়বে তারা। সেখানে দোন্নারুমার খেলতে কোনো বাধা নেই।

প্রসঙ্গত, পিএসজির হয়ে এ মৌসুমে সব মিলিয়ে ১৯টি ম্যাচ খেলেছেন দোন্নারুমা। ১৯ ম্যাচের ৯টিতে ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছেন তিনি। গোল হজম করেছেন সর্বমোট ১৮টি।

সর্বশেষ খবর