মোঃ রাশেদু জ্জামান (রাশেদ), পঞ্চগড় প্রতিনিধি।।
ভিটামিন এ” প্লাস শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে শুধু তাই না এই ভিটামিনে রয়েছে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমা এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশ ভিটামিন এ” এর অভাব জনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান বছরে দুইবার জাতীয় ভিটামিন এ”প্লাস ক্যাম্পেইন পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ আয়োজন করে।
বৃহষ্পতিবার বিকেল ৪টার সময় জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিটামিন এ’ খাওয়ান শিশু মৃত্যুর ঝুকি কামান স্লোগান নিয়ে সাংবাদিক অবহিত করণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় সদর উপজেলা ও পৌরসভা সহ মোট পাচঁটি উপজেলা ভিত্তিক ভিটামিন এবারের ভিটামিন এ” ক্যাম্পেইন ১২ ডিসেম্বর ১ দিন ব্যাপী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ’ প্লাস ক্যাম্পেইন ভিত্তিক প্রত্যাশিত লক্ষমাত্রা ধরা হয়েছে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু সংখ্যা ১৮ হাজার ৫০ জন, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৪ শত ২২ জন, ভিটামিন এ’ ক্যাম্পেইন কেন্দ্র মোট সংখ্যা ১ হাজার ৭৭ টি এবং প্রতিটি কেন্দ্রে ২ জন হিসেবে স্বেচ্ছা সেবক দল মোট সংখ্যা ২ হাজার ১ শত ৫৪ জন থাকবে।
এ সময় প্রেস ব্রিফিং কর্মশালায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তফা জামান চৌধুরী এবং তিনি জানান, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কেন্দ্র গুলোতে ৬-১১ মাসের শিশুদের নীল রংঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাসের শিশুদেরকে লাল রংঙের ক্যাপসুল খাওয়ানো হবে এতে কোন প্রকার পাশর্^ প্রতিক্রিয়া নেই এবং যেই শিশুদের ডাইরিয়া জনিত ও অতিরিক্ত জ¦র থাকলে তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।
কর্মশালার আয়োজনে স্বাস্থ্য বিভাগ পঞ্চগড় এবং বাস্তবায়নে জনস¦াস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্ঠি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের স্থানীয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।