নওগাঁ প্রতিনিধিঃ
‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’স্লোগান নিয়ে আগামী ৯-১৪ ডিসেম্বর দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৩ ইং পালিত হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নওগাঁ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক আনোয়ারুল আজিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইমতিয়াজ হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, বিভাগীয় পরিচালক প.প রাজশাহী মো.এনামুল হক, বিভাগীয় উপ-পরিচালক স্বাস্থ্য ডাঃ মো.হাবিবুর রহমান, রিজিওনাল কনসালটেন্ট ও সহকারী পরিচালক রাজশাহী ডাঃ মো. মাহবুবুল আলম, এ.ডি.সি.সি ডাঃমো.কামরুল হাসান, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, M.O.M.C.H FP মুশফিকুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের সকল কর্মচারী বৃন্দ প্রমুখ।