মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি।।
বিশ্বের সর্ববৃহৎ আত্বনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে সারাদেশে দরিদ্র, সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে ৪০০ পিস কম্বল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
০৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
আশা জেলা ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম মোল্লা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার।
এ সময় উপস্থিত ছিলেন, রিজিওনাল ম্যানেজার মোঃ বাহাদুর ভূঁইয়া, শাখা ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন, ম্যানেজার (এসএমই) শাহ আলম, সি: শাখা ব্যবস্থাপক (রসুলগঞ্জ) মোঃ নুরুল কবির, জাহিদুর রহমান (এএসই)সহ অন্যান্য অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।