এবার ডিপফেকের শিকার হলেন বলিউডের ‘দেশিগার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। তবে শুধুই ভিডিও নয়, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কার ডিপফেক অডিও।
কিছুদিন আগে ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওটি ডিপফেক, তবে এক দেখায় বোঝা কঠিন। রাশমিকার পর একের পর এক বলিউড অভিনেত্রী ডিপফেকের শিকার হয়েছেন। তালিকায় আছেন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, কাজল ও সারা টেন্ডুলকার। কিছুতেই কমছে না ডিপফেক ভিডিওর আতঙ্ক।
এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, নেট দুনিয়ায় হঠাৎই ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার একটি অডিও ক্লিপ। যে অডিও ক্লিপটিকে ব্যবহার করা হয়েছে তার অন্য একটি ভিডিওতে। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সেই অডিওর সঙ্গে মিলিয়ে দেয়া হয়েছে প্রিয়াঙ্কার কথা। ওই ক্লিপিংয়ে নিজের বার্ষিক আয়ের হদিসও দিয়েছেন অভিনেত্রী। যা কিনা একেবারেই ভুয়া।
নেটিজেনদের ধারণা, পিয়াঙ্কার ওই অডিও ক্লিপ একেবারেই ডিপফেক প্রযুক্তিতে তৈরি।
এদিকে ডিপফেক বিষয়ে রীতিমতো তোলপাড় চলছে নেট দুনিয়ায়। ডিপফেকের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন সেলিব্রেটিরা। এতে তাদের পোহাতে হচ্ছে ভোগান্তি।