মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর ধামইরহাটে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ মো. মুনারুল ইসলাম (৫৫) নামের একজন চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।
আটক আসামি রাজশাহীর মহনপুর উপজেলার মৃত. তমির উদ্দিন এর ছেলে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী বিপিএম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার সদরে সাহারা টেলিকম এর সামনে নকশী পরিবহণ থেকে ভারতীয় এসব প্রসাধনীসহ তাকে আটক করা হয়। জব্দ মালামালের মুল্য প্রায় ১লক্ষ ৩ হাজার ৬১৯টাকা।
ভারতীয় প্রসাধনী চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্যেশে নিজ হেফাজতে নেয়ার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে থানা পুলিশ তাকে আটক করেন। আটককৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় চোরাচালান আইনে একটি মামলা দায়েরের মাধ্যমে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করেন।