যশোরের মণিরামপুর ও অভয়নগরে চার যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরকসহ অস্ত্র ও বোমা উদ্ধারের কথা জানিয়েছে জেলার ডিবি পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে মণিরামপুরের নেহালপুর ও অভয়নগরের সুন্দলীতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
আটক ব্যক্তিরা হলেন-অভয়নগর উপজেলার ডহর মাসিহাটি গ্রামের অখিল বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস (২৩), মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের প্রবীর মণ্ডলের ছেলে প্রতাপ মণ্ডল (২১), মশিয়ার গাজীর ছেলে জাহিদ হাসান (৩৬) এবং সুনীল ধরের ছেলে প্রান্ত ধর (১৯)।
বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর রূপন কুমার সরকার জানান, এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, শফি আহমেদ রিয়েলসহ একটি টিম ৫ ডিসেম্বর রাতে গোপন তথ্যের ভিত্তিতে মণিরামপুর ও অভয়নগরে অভিযান চালায়। পৃথক অভিযানে কথিত চরমপন্থী সংগঠনের ৪ সন্ত্রাসীকে ১টি তাজা বোমা, প্রায় ২ কেজি বিস্ফোরকদ্রব্য ও ১টি ওয়ান শুটারগানসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, তারা চরমপন্থী পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাছের ঘের দখলের জন্যে অভয়নগর ও মণিরামপুরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।
আটক অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়নে উত্তম মেম্বার হত্যা মামলাসহ দুটি অস্ত্র মামলা রয়েছে। বিস্ফোরকদ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্তে মণিরামপুর থানায় দুটি মামলা করা হয়েছে।