কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দকে সমর্থন করায় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর হাত কেটে নেয়ার হুমকি দিয়েছেন পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. বাবলু আহম্মেদ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলা সদরে নিজের বাড়ির সামনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটি ভাইরাল হয়েছে।
নিজের ফেসবুক আইডি থেকে লাইভে কৃষক লীগ নেতা বাবলু আহম্মেদ উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুকে চরিত্র খারাপ উল্লেখ করে বলেন, `মার্কা পেলেই রিজাল্ট নিয়ে যাবেন, সেটা মনে করবেন না। হাত কেটে নেয়া হবে। রেনুকে প্রতিহত করারও ঘোষণা দেন তিনি ‘
স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহরাব উদ্দিন বিপুল ভোটে জয় লাভ করবেন বলে উল্লেখ করে বাবলু আহম্মেদ বলেন, নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দিয়ে রেজাল্ট নিয়ে ঘরে ফেরার নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান এমপি পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদকে টেক্কা দিয়ে দলের মনোনয়ন ভাগিয়ে নেন, বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সাবেক অতিরিক্ত ডিআইজি বদুল কাহার আকন্দ। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।
আগামী ৫ ডিসেম্বর বিকেলে নৌকার প্রার্থীর সমর্থনে পাকুন্দিয়া উপজেলা সদরের আদর্শ মহিলা কলেজে মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। এতে নৌকার প্রার্থী আবদুল কাহার আকন্দ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এম এ আফজল উপস্থিত ছিলেন।