Homeখেলাআলভেজের ১২ বছর কারাদণ্ডের দাবি ভুক্তভোগীর আইনজীবীদের

আলভেজের ১২ বছর কারাদণ্ডের দাবি ভুক্তভোগীর আইনজীবীদের

যৌন নির্যাতনের অভিযোগে ব্রাজিলের ফুটবলার দানি আলভেজের ১২ বছরের কারাদণ্ড দাবি করেছেন ভুক্তভোগীর আইনজীবীরা। অভিযোগ তোলা নারীর আইনজীবীরা গতকাল আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ করেন আদালতের কাছে। দুই সপ্তাহ আগে স্পেনের কৌঁসুলিরা একই অভিযোগে আলভেজের ৯ বছর কারাদণ্ড দাবি করেছিলেন।

২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার এক নৈশ ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক হওয়া আলভেজ এখন বিচারের সম্মুখীন। গত আগস্টে একজন তদন্তকারী বিচারক আলভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল, বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে আলভেজের বিরুদ্ধে।

বার্সেলোনার সাবেক ডিফেন্ডার আলভেজ যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করে এসেছেন। তাঁর দাবি, যা কিছু ঘটেছে মেয়েটির সম্মতির ভিত্তিতেই। প্রাথমিক তদন্তের পর গত জানুয়ারিতে গ্রেপ্তার হন আলভেজ। এর পর থেকেই স্পেনের কারাগারে জীবন কাটছে আলভেজের।

ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে আদালতের মাধ্যমে আলভেজের কাছে ১ লাখ ৫০ হাজার ইউরো দাবি করেছেন কৌঁসুলিরা। এ ছাড়া আলভেজ ভুক্তভোগীর সঙ্গে আগামী ১০ বছর যোগাযোগ করতে পারবেন না এবং কারাবাস শেষে আলভেজকে আরও ১০ বছর নজরদারিতে রাখার আবেদনও করেছেন কৌঁসুলিরা।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, আলভেজের এখন পর্যন্ত সবগুলো জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। কারণ, আদালত মনে করছেন আলভেজ পালিয়ে যেতে পারেন। আলভেজ অবশ্য পাসপোর্ট জমা দিয়ে শরীরে ট্র্যাকিং ডিভাইস লাগাতেও আপত্তি করেননি।

আলভেজ গ্রেপ্তার হওয়ার পর তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মেক্সিকান ক্লাব পিউমা ইউএনএএম। চ্যাম্পিয়নস লিগসহ ক্লাব ক্যারিয়ারে ৪২টি শিরোপা জিতেছেন আলভেজ। কাতার বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে মাঠে নামার রেকর্ডও গড়েন।

Exit mobile version