Homeআন্তর্জাতিকদুই মাসে ১৬ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

দুই মাসে ১৬ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

দীর্ঘ দুই মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এর মাঝে যুদ্ধের সাময়িক বিরতি দিলেও তা শেষে আবারো পুরোদমে হামলা শুরু করেছে ইসরাইলি সেনারা। এখন পর্যন্ত অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় ১৬ হাজার ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) গাজার সরকারি মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ১৬ হাজার ২৪৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৭ হাজার ১১২টি শিশু। আর নারী রয়েছেন ৪ হাজার ৮৮৫ জন। এছাড়াও এ পর্যন্ত ৪৩ হাজার ৬১৬ জন আহত হয়েছেন।

মিডিয়া অফিস আরও বলেছে, এখনো গাজার ৭ হাজার ৬০০ মানুষ নিখোঁজ রয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরাইলে ৫ হাজারেরও বেশি রকেট ছুড়ে ফিলিস্তিনের স্বাধীনতকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরাইলের ১২০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। এছাড়াও ইসরাইলের ২৪০ জনেরও বেশি বাসিন্দাকে বন্দি করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। হামাসের এই হামলার জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনেরর গাজায় অবিরাম বোমা হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। এর পাশাপাশি স্থল অভিযানও চালায় তারা।

দেড় মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ নভেম্বর প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতি। এর মধ্যে চুক্তি মেনে উভয় পক্ষে মোট সাতবার বন্দি বিনিময় হয়েছে। ১ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইলি সেনারা। তবে এতদিন উত্তর গাজায় হামলা চালালেও এবার দক্ষিণ গাজাতেও আগ্রাসন শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী।

Exit mobile version