টানা তৃতীয়বারের মতো ভারতের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ভারতের জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) তালিকাটি প্রকাশ করেছে।
এনসিআরবি’র তালিকার বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত এক বছরে কলকাতায় সার্বিক অপরাধ আগের বছরগুলোর তুলনায় কমেছে।
জনসংখ্যার নিরিখে কম হলেও কলকাতার চেয়ে অপরাধ বেড়েছে সুরাট, পুনের মতো শহরে। ২০ লাখের বেশি জনসংখ্যার ১৯টি শহরের মধ্যে তুলনা করে এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
তবে কলকাতায় নারীদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে বলে জানিয়েছে এনসিআরবি।
যদিও শহরটিতে সহিংস অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে, যেখানে মাত্র ৩৪টি খুনের ঘটনা রিপোর্ট করা হয়েছে। গত বছরের এ সংখ্যা ছিল ৪৫টি।
রিপোর্ট অনুসারে, কলকাতায় ২০২২ সালে ১১টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছিল। তার আগের বছর অর্থাৎ ২০২১ সালেও এই সংখ্যা একই ছিল।
এনসিআরবি রিপোর্ট ‘ক্রাইম ইন ইন্ডিয়া ২০২২’ ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সংস্থাগুলো থেকে সংগৃহীত ডেটার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।