সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে জমির বিরোধে মো.ইয়াকুব আলী (৮৩) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাই আব্দুল মমিনের বিরুদ্ধে।ঘটনাটি মঙ্গলবার (৫ডিসেম্বর) সকালে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ডাঙ্গা পাড়া এলাকায় ঘটে।নিহত ইয়াকুব আলী একই এলাকার মৃত আফছার আলীর ছেলে।
পুলিশ জানায়,মঙ্গলবার সকালে জায়গা-জমি নিয়ে নিজ বাড়িতেই বিবাদ শুরু হয় দুই ভাইয়ের মাঝে ।এক পর্যায়ে তাদের পরিবারের লোকজনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই মারা যায ইয়াকুব আলী নামের ওই ব্যক্তি।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,অনুমান করা হচ্ছে বুকে আঘাত করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতের পরিবারের পক্ষে মামলা প্রক্রিয়াধীন।