গলায় মঙ্গলসূত্র পরা টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র দাঁড়িয়ে রয়েছেন বলিউড সুপারস্টার সাইফ আলি খানের সঙ্গে। ইনস্টাগ্রামে এমনই এক পুরনো ছবি পোস্ট করে রীতিমতো নেটিজেনদের অবাক করে দিয়েছেন অভিনেত্রী।
সাইফ আলি খানের সঙ্গে শ্রীলেখার এ ছবি ১৬ বছরের পুরনো। ২০০৭ সালে তোলা সে ছবি হঠাৎ প্রকাশ্যে এনে আবারও আলোচনায় নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯ বাংলার বরাতে জানা যায়, সাদা শিফন সি-থ্রু শাড়ির সঙ্গে মঙ্গলসূত্র পরা শ্রীলেখা ও সাদা টি শার্ট পরা সাইফের ওই ছবি ব্যাংককে তোলা।
২০০৭ সালে ব্যাংককে ‘হাম তুম’ সিনেমার শুটিং করতে গিয়েছিলেন সাইফ। আর শ্রীলেখা গিয়েছিলেন একটা বিজ্ঞাপনের শুটিং করতে। দুইজনের সঙ্গে কীভাবে দেখা হলো এমন প্রশ্ন শ্রীলেখাকে ছুঁড়ে দেয়া হলে শ্রীলেখা জানান, বিজ্ঞাপনের শুটিংয়ে আমার নায়ক ছিল সাইফ। তখনই ছবি তুলেছিলাম।
শ্রীলেখা আরও বলেন, ‘ওই বিজ্ঞাপন ছিল একটি চিপসের বিজ্ঞাপন। মুম্বাইয়ের বাঙালি পরিচালক প্রদীপ সরকারের পরিচালনায় নির্মিত হয়েছিল বিজ্ঞাপনটি। সময়টা খুবই সুন্দর ছিল। আমি আর সাইফ দারুণ সুন্দর সময় কাটিয়েছিলাম ব্যাংককে। হঠাৎ স্মৃতি হাতড়ে ছবিটা পাই। তাই পোস্ট করলাম।’