মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি।।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের আয়োজনে এবং সোসাইটির দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো ও সক্ষমতা প্রকল্পের সহযোগীতায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ইউনিটির জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিটির ভাইস চেয়ারম্যান এ্যাড: জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মো: ইউনুছ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, কার্যানির্বাহী কমিটির সদস্য সেলিম উদ্দিন নিজামী, ইউনিট অফিসার নাসরিন আক্তার,আজীবন সদস্য শাকের মোহাম্মদ রাসেল, রাজিব হোসেন রাজু, ইজাজ আহমেদ আপন প্রমুখ।
পরে দিবসটি উপলক্ষে ৬ টি স্বেচ্ছাসেবী সংগঠন কে সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।