Homeআন্তর্জাতিকগাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১৪

গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১৪

থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলে গাছের সঙ্গে একটি দ্বিতল বাস ধাক্কা লেগে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৩২ জন।

দেশটির স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতল বাসটি ব্যাংককের দক্ষিণ বাস টার্মিনাল থেকে ৪৬ জন যাত্রী নিয়ে সোংখলার নাথাভি জেলার উদ্দেশে রওনা দিয়েছিল। এরপর বাসটি প্রচুয়াপ খিরি খান প্রদেশে একটি মহাসড়কে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন কোম্পানি এক ‍বিবৃতিতে জানিয়েছে, আহতদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

স্থানীয় পুলিশ বার্তাসংস্থা এএফপিকে বলেছে, নিহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক আছে কি না, এছাড়াও চালকের পর্যাপ্ত ঘুমের অভাবে  এই দুর্ঘটনা ঘটেছে কি না তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার সর্বোচ্চ। প্রতিবছর দেশটিতে দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়।

Exit mobile version