দিনাজপুর সদর উপজেলায় টার্মিনালে পর্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার বাস টার্মিনালে ওই বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনাজপুর বাস টার্মিনালে রাত আড়াইটার দিকে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আশঙ্কা করা হচ্ছে এটি নাশকতার একটি অংশ।
এ ব্যাপারে পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর বলেন, বিষয়টি রহস্যজনক, তবে তদন্ত করলে বিষয়টি বেরিয়ে আসবে।
এর আগে শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুরে কাহারোল উপজেলার রামপুর মোড়ে ধানবোঝাই একটি ট্রাকে আগুন দেন অবরোধ সমর্থকরা।