রিয়াল মাদ্রিদের চোটের মিছিল যেন থামছেই না। সবশেষ বাম পায়ের পেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন দানি কারভাহাল। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে রিয়াল সোমবার (৪ ডিসেম্বর) কারভাহালের চোটের খবর জানায়। যদিও এই স্প্যানিয়ার্ড কবে ফিরতে পারেন সেটা বলা হয়নি।
তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে কারভাহালকে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়াল। ম্যাচটি হবে আগামী ১০ জানুয়ারি।
লা লিগায় গত শনিবার (২ ডিসেম্বর) গ্রানাদার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন কারভাহাল। বিরতির পর তার জায়গায় লুকাস ভাসকেসকে নামান কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ সেই ম্যাচটি জেতে ২-০ গোলে।
চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন কারভাহাল। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৭টি। তার চোট তাই রিয়ালের জন্য বড় এক ধাক্কাই।
কারভাহালের আগে ভিন্ন ভিন্ন চোটে মাঠের বাইরে আছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া, ডিফেন্ডার এদের মিলিতাও, মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকা মদ্রিচ, ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও আর্দা গুলার।