Homeরাজনীতিআওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন

আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন

বিশ্ব মানবাধিকার দিবসে ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশ করতে চেয়েছিল আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগকে এ সমাবেশের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ১০ ডিসেম্বর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। আলোচনা সভা হবে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল, বিএনপি–জামায়াতের ‘সন্ত্রাসী বাহিনী’র দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশ করা হবে। এতে অগ্নিসন্ত্রাস–পেট্রলবোমা হামলায় নিহত–আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেবেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগকে এই সমাবেশ করার অনুমতি দেয়নি ইসি।

Exit mobile version