Homeসর্বশেষ সংবাদরৌমারীতে রোগে আক্রান্ত গরুর পচা মাংস বিক্রির অপরাধে বিক্রেতা গ্রেফতার

রৌমারীতে রোগে আক্রান্ত গরুর পচা মাংস বিক্রির অপরাধে বিক্রেতা গ্রেফতার

শাহ মোঃ আব্দুল মোমেন, রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি।।

প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের চিকিৎসকদের প্রত্যায়নপত্র ছাড়াই রোগে আক্রান্ত গরু জবাই করায় বিক্রেতাকে সাজা,পচা মাংস আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার সকাল ৮টায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদরে শাপলা মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায় দীর্ঘদিন যাবৎ সিন্ডিকেটের মাধ্যমে মাংস বিক্রেতা শফিকুল ইসলাম অসুস্থ্য গরু স্বল্পদামে ক্রয় করে রৌমারী বাজারের শাপলা মোড় এলাকায় অপরিচ্ছন্নতা জায়গায় গরু জবাই করে বাজারে বিক্রি করে আসছিল।

ঘটনার দিন শফিকুল  ইসলামসহ কয়েকজন মিলে রোগে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করছিল। এসময় স্থানীয় জনতা পচা মাংসের বিষয়টি জানতে পারেন এবং উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর নির্দেশে প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুনবী মিলনকে ঘটনাস্থলে আসেন।পরীক্ষা করে দেখেন বিক্রিত মাংস পচা।

পরর্বতীতে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান উপস্থিত হয়ে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী শফিকুল ইসলামকে গ্রেফতার করে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এটিএম হাবিবুর রহমান ,প্রাণী সম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা ডা: মাহমুদুনবী মিলন,রৌমারী থানার এস আই ফয়সাল আহমেদ ।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন,পচা মাংসগুলো পুড়িয়ে ফেলা হয়েছে, দীর্ঘদিন যাবৎ অভিযোগ ছিলো বড়াইকান্দি বাজারের মেহেদী মাংস ঘর এর মালিক মেহেদী পচা মাংসে রং ও রক্ত মিশিয়ে বিক্রি করতো আজ প্রমাণিত হওয়ায় সেই মেহেদী মাংস ঘরে সিলগালা করা হয়েছে। তিনি আর ও জানান,অন্যান্য মাংস বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কোন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর