নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা করছেন না ঢাকা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম। নির্বাচনী বিধান অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকলেও মনোনয়নপত্র দাখিলের পরেই পুরো সংসদীয় এলাকা ছেয়ে গেছে তার নির্বাচনী ব্যানার-পোস্টারে।
নির্বাচনী বিধান বলছে, প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত নিষিদ্ধ সব প্রকার প্রচার- প্রচারণা। সাঁটানো যাবে না পোস্টার কিংবা ব্যানার। তবে ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জন্য এই নিয়ম যেন, কাজীর গরু কিতাবে আছে, গোয়াল শূন্য।
অভিযোগ আছে, গত ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ব্যানার- পোস্টারে ছেয়ে যায় সংসদীয় এলাকা। নির্বাচনী এলাকার দেয়ালও রক্ষা পায়নি প্রতীক সংবলিত ব্যানারে। অথচ প্রতীক বরাদ্দতো দূরের কথা এখনো সম্পন্ন হয়নি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই।
প্রচার-প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন করলেও আওয়ামী লীগ প্রার্থী দায় চাপাচ্ছেন অতিউৎসাহী জনগণের ওপর।
সোলায়মান সেলিম বলেন, ‘বিভিন্ন সংগঠন থেকে এসব পোস্টার-ব্যানার সাঁটানো হচ্ছে। আসলে অনেকের আবেগ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর সব কিছু তো আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।’
আওয়ামী লীগ প্রার্থীর এমন আচরণ সুষ্ঠু নির্বাচনের পরিপন্থি দাবি করে দ্রুত নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছেন আসনটির অন্যান্য প্রার্থীরা।
স্বতন্ত্র প্রার্থী মানিক বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনকে আমি অভিযোগ করেছি। নির্বাচনে সবার জন্যই আইন সমান। এখানে পেশিশক্তি খাটিয়ে কিছু করার সুযোগ নেই। নির্বাচন কমিশন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিলে সবার জন্যই সুবিধা।’
ঢাকা-৭ আসনে মনোনয়ন দাখিল করেছেন ১১ জন। আগামীকাল সোমবার (৪ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে।