নির্বাচন সামনে রেখে এরইমধ্যে ২৯৮ আসনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। যারা মনোনয়ন পাননি তাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আগ্রহ দেখিয়েছেন। তাই, এতদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে কী ভাবছে আওয়ামী লীগ?
এ ব্যাপারে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন, স্বতন্ত্র প্রার্থী হলেই কাউকে বহিষ্কার করা হবে না। আমরা কি বলেছি যে স্বতন্ত্রপ্রার্থী হলে আওয়ামী লীগ কাউকে বহিষ্কার করবে?
রোববার (৩ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন কাদের।
তিনি বলেন, বিএনপি না আসলেও এবার নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর। নির্বাচনে ২৮টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাই বিএনপি না এলেও নির্বাচন উৎসবমুখর হবে বলে মনে করেন কাদের। বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে। তাই দল ছেড়ে অনেকে সুস্থ রাজনীতিতে যোগ দিচ্ছেন।
আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে একক নির্বাচনের পরামর্শ দেন কাদের। বলেন, যোগ্য প্রার্থী হলে জোটের শরীকদের আসন ভাগাভাগি নিয়ে এখনো সুযোগ আছে।
১০ তারিখের সমাবেশের অনুমতি নিতে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।