বর্ণিল লিওনেল মেসির ক্যারিয়ার। দুই দশকের ফুটবল জীবনে প্রায় সবকিছুই জিতেছেন তিনি। বলা যায়, ফুটবলারদের মধ্যে তিনি অনন্যই। এমন একটা ক্যারিয়ারের জন্য মেসি তো সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতেই পারেন।
চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে, সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, সুপারকোপা ডি এস্পানা, লিগ ওয়ান, কোপা আমেরিকা; মেসি কি জেতেননি? ব্যক্তিগত অর্জন তো ভুরিভুরি। বাকি ছিল কেবল বিশ্বকাপ। কাতারে সেই অভাববোধও ঘুচে যায় আর্জেন্টাইন জাদুকরের। এমন ক্যারিয়ারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানালেন তিনি।
ইএসপিএন আর্জেন্টিনার সঙ্গে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘খুব কমই প্লেয়ার আছে, যারা বলতে পারে ক্যারিয়ারে সবকিছু জিতেছে। আমি তাদের একজন, ঈশ্বরকে ধন্যবাদ।’
মেসি কথা বলেছেন ২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও। ওই আসরে খেলবেন কিনা, তা এখনই বলতে পারছেন না তিনি। মেসি বলেন, ‘বিশ্বকাপের কথা এখনই ভাবতে চাই না। তবে বিশ্বকাপ খেলব না সেই কথা আমি এখনই বলছি না। ২০২৬ সালে আমার ৩৯ বছর বয়স হবে। ওই বয়সে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলা কঠিন। তবে অনেক কিছুই ঘটতে পারে।’
কাতার বিশ্বকাপ জিতে অবসর নেয়ার ব্যাপারে মনস্থির করেছিলেন মেসি। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করেন তিনি। আর্জেন্টাইন তারকা বলেন, ‘২০২২ বিশ্বকাপের পরে মনে হয়েছিল অবসর নিয়ে নেব। তবে এখন আমি দলের সঙ্গে থাকতে চাই। আগের থেকেও বেশি করে থাকতে চাই। বিশেষ মুহূর্ত উপভোগ করছি আমরা। আগামী দুই তিন বছরের কথা না ভেবে এখনকার সময়টা পুরোদস্তুর উপভোগ করতে চাই।’