ইসরাইলের রাজধানী জেরুজালেমে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাত জন। এছাড়া নিরাপত্তা বাহিনী ও জনসাধারণের হাতে দুই হামলাকারীও নিহত হয়েছেন।
ইসরাইলের জরুরি পরিষেবা এমডিএ বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম শহরের প্রবেশদ্বারে বন্দুকধারীর হামলায় ২৪ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এছাড়াও হাসপাতালে আহতাবস্থায় ভর্তি ৮ জনের মধ্যে ৭৩ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে আরও কয়েকজনের অবস্থা গুরুতর।
ইসরাইলি পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুই হামলাকারী নিরপাত্তা বাহিনী ও জনসাধারণের হাতে নিহত হয়েছে।
এ বিষয়ে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত দুই হামলাকারী নিহত হয়েছে। আমরা এখনো তাদের পরিচয় জানতে পারিনি।’
এদিকে দুর্ঘটনাস্থলকে সিল করে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।