শরীয়তপুর নড়িয়া উপজেলায় রাস্তায় গাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার ঘড়িষার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৪টার দিকে উপজেলার ঘড়িষার-সুরেশ্বর সড়কে গাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়ির সামনে ঘটনাটি ঘটে। তবে কে বা কারা দুটি গাছ কেটে ও টায়ারে আগুনে জ্বালিয়েছে তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পৌঁছে সড়ক থেকে গাছ সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগর তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভোর রাতের দিকে রাস্তায় গাছ কেটে ব্যারিকেড দিয়ে তারেক জিয়ার হরতাল সফল হোক স্লোগান দিতে দিতে মোটরসাইকেল নিয়ে চলে যায়। বাসা থেকে বের হয়ে দেখি রাস্তায় গাছ এবং টায়ারে আগুন জ্বলছে।’
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সময় সংবাদকে বলেন, ‘শরীয়তপুর জেলায় হরতাল বা অবরোধের কোনো প্রভাব নেই। তবে কেউ ষড়যন্ত্র করে এমন কাজ করেছে কি না তা বলতে পারছি না।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব সময় সংবাদকে বলেন, ‘রাতের আঁধারে গাছ ফেলে সড়ক ব্লক করার চেষ্টা চালানো হয়েছিলো। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে দেয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, ডাকাতির উদ্দেশে এমন কাজ করতে পারে।’