ফেনীতে জামিনে বের হয়ে প্রতিপক্ষের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে মো. সাব্বির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (২৯ নভেম্বর) রাতে পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড পুরাতন পুলিশ কোয়ার্টারে এ ঘটনা ঘটেছে। গুলিতে আহত যুবলীগ কর্মী মানিককে ফেনীর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ফেনী শহরের পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. সাব্বির জামিনে এসেই প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয় মো. মানিক নামে ১৬ বছরের এক কিশোর। মানিক পুলিশ কোয়ার্টার এলাকার রফিকুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে এলাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে জামিন পেয়ে কারাগার থেকে বের হন সাব্বির। দুপুরে সাব্বির তার দলবল নিয়ে শহরের রামপুরের শাহীন একাডেমি সড়কে নিজের পুরানো আস্তানায় অবস্থান নেয়। এ সময় সে যুবলীগ কর্মী মানিককে পেয়ে ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল্যাহ শুভর সঙ্গ ত্যাগ করতে বলে; না হলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। মানিক ঘটনাটি শুভকে জানালে শুভ তার কর্মীদের নিয়ে রাতে শাহীন একাডেমি এলাকার দিকে যাওয়া মাত্রই এমরানের কলোনির সামনে সাব্বির তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি মানিকের হাতের এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে যায়।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ ইকবাল জানান, মানিক নামের এক কিশোর গুলিবিদ্ধ অবস্থায় রাতে হাসপাতালে আসে। তার ডান হাতের কনুইয়ের ওপর গুলি একদিক দিয়ে ঢুকে অপরদিক দিয়ে বের হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
গত ২৯ সেপ্টেম্বর শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ধানসিড়ি রেঁস্তারায় প্রকাশ্যে হামালা চালিয়ে চারজনকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় দায়ের করা মামলায় এতদিন সাব্বির জেল হাজতে ছিল। সে ওই মামলার ২ নম্বর আসামি। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।