ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা হিরো আলম। তাকে দেখা যায় গায়করূপে, আবার কখনও নায়ক, আবার রসাত্মক কোন ভিডিও নিয়ে দর্শকের সামনে হাজির হন। এবার নেটিজেনদের অবাক করে তিনি বলিউডের সিনেমায় নাম লেখালেন।
হিরো আলম বলিউডের আরেক আলোচিত নায়িকা রাখি সাওয়ান্তের সঙ্গে জুটি বাধছেন। সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘গ্যাংস্টার’।
একটি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, এই সিনেমাটিতে অর্থ বিনিয়োগ করবেন বহুল বিতর্কিত আরাভ খান। যাকে নিয়ে এর আগে বহু বিতর্ক হয়েছে মিডিয়ায়।
(২৮ নভেম্বর) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম। তিনি বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান। সবকিছু ঠিকঠাক থাকলে সবকিছু দারুণভাবেই শুরু হবে।
বিদেশের মাটিতে সিনেমাটির শুটিং হবে। বিশেষ করে দুবাই শুটিং হওয়ার কথা রয়েছে। এটি বাংলাদেশেসহ আরও বেশ কয়েকটি দেশে মুক্তি দেয়া হবে বলেই জানা গেছে।