Homeবিনোদনএকই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিমেল’

একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিমেল’

রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি বিশ্বব্যাপী আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি। এ বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে এর আগে ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কা জান’ ও ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তি পেয়েছিল।

জানা গেছে, কিছুদিন আগে ‘অ্যানিমেল’ প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের মুম্বাই অফিসে হাজির হয়েছিলেন অনন্য মামুন।

এ ছাড়া গত ২০ নভেম্বর (সোমবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরও একটি পোস্ট করেন এ নির্মাতা। সেখানে রণবীর কাপুরের একটি ভিডিও শেয়ার করেন তিনি।

ভিডিওতে রণবীরকে বলতে শোনা যায়, “আমি রণবীর কাপুর। আগামী ১ ডিসেম্বর থেকে আপনার কাছের সিনেপ্লেক্সে আমার সিনেমা ‘অ্যানিমেল’ দেখতে পাবেন।”

২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। ‘অ্যানিমেল’ সিনেমাটিতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন পিতা-পুত্রের চরিত্রে। পর্দায় তাদের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।

সর্বশেষ খবর