সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে অভিনয় করার প্রথম শর্ত হলো ভালো ক্রিকেট খেলতে পারা। এটা নিয়ে বলিউডে আলোচনা চলছে অনেকদিন ধরেই। নিজের চরিত্রে পর্দায় সৌরভ গাঙ্গুলী কাকে দেখতে চান? এই প্রশ্নের উত্তর অবশ্য পরিষ্কার হচ্ছে।
যখন জনপ্রিয় এই ভারতীয় ক্রিকেটারের বায়োপিক নিয়ে কথা হচ্ছিল তখন প্রধান চরিত্র হিসেবে রণবীর কাপুরের কথা ভাবা হচ্ছিল। জানা যায়, রণবীর কাপুরের কাছে নাকি ছবির প্রস্তাবও পৌঁছে গিয়েছিল।
কিন্তু রণবীর কাপুর নয় এখন ছবির প্রস্তাব পেলেন বলিউডের আরেক অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনি অভিনেয়ে যেমন দক্ষ তেমনি ক্রিকেটেও দুর্দান্ত। তাই কি এই নায়ক খেলোয়াড়ের চরিত্রে মনোনিত হলেন!
সব কিছুতে ভালো বলেই প্রযোজক এবং পরিচালকের ভরসার জায়গাটি দখল করতে পেরেছেন আয়ুষ্মান।
ভারতীয় এক সংবাদমাধ্যমের সূত্র মতে জানা যায়, সম্প্রতি আয়ুষ্মান একটি সাক্ষাৎকারে বলেন, ‘তার আগে থেকেই ইচ্ছা ছিল এমন একটি ছবিতে কাজ করার। সুযোগটি পেয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। ছবিটি হবে পুরো ক্রিকেটকে কেন্দ্র করে।’
আরও জানা যায়, এই ছবিতে অভিনয় করার জন্য তুখোড় প্রস্তুতি নেবেন এই অভিনেতা। সৌরভ গাঙ্গুলীর পরামর্শে এবং নানা টিপসের মাধ্যমে খুব শিগশিগরই শুরু হবে সিনমাটির শুটিং।