একসময় ইউরোপ মাতিয়ে রাখা স্কটিশ ক্লাব সেল্টিক মঙ্গলবার (২৮ নভেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান ক্লাব লাৎজিওর বিপক্ষে হারের পর লজ্জার এক রেকর্ড গড়েছে। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ব্রিটিশ ক্লাব হিসেবে ১৫ ম্যাচে জয়হীন থাকল ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগে আগেই বিদায় নিশ্চিত হয়েছিলো স্কটিশ ক্লাব সেল্টিকের। তবে ইউরোপা লিগে জায়গা করে নিতে গতকালের জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল তাদের। তবে ইতালিয়ান ক্লাব লাৎজিওর কাছে ২-০ গোলে হেরে যায় স্কটিশ ক্লাবটি। তাতে বিরল এক রেকর্ডে নাম লেখায় ১৯৬৭’র চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগে খেলা শেষ ১৫ ম্যাচে জয়ের দেখা পায়নি সেল্টিক। এই ১৫ ম্যাচের মধ্যে ১২টিতে হার ও তিন ম্যাচে ড্র করেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে এখন পর্যন্ত কোন ব্রিটিশ ক্লাব এমন লজ্জাজনক রেকর্ড গড়েনি।
২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগে জয়ের মুখ দেখেছিল সেল্টিক। এরপর মাঝে পেরিয়ে গেছে ছয় বছর। তবে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার পর গ্রুপ পর্বে জয়ের মুখ দেখেনি তারা। মাঝে দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনই করতে পারেনি সেল্টিক।
চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ‘ই’ গ্রুপে পড়েছে সেল্টিক। তাদের গ্রুপে রয়েছে ফেইনুর্ড, লাৎজিও এবং অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথম দুই ম্যাচ হারের পর, তৃতীয় ম্যাচে মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ব্রেন্ডন রজার্সের দল। তবে পরের দুই ম্যাচেও হেরে এবার ইউরোপা লিগে খেলার আশাও শেষ হয়ে গেল ক্লাবটির।