Homeআন্তর্জাতিকইউক্রেনের গোয়েন্দা প্রধানের স্ত্রীকে বিষ প্রয়োগ

ইউক্রেনের গোয়েন্দা প্রধানের স্ত্রীকে বিষ প্রয়োগ

ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানভের স্ত্রী মারিয়ানা বুদানভকে বিষ প্রয়োগ করা হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) জিইউআরের মুখপাত্র আন্দ্রি ইউসভ এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

মুখপাত্র জানান, মারিয়ানার শরীরে ভারী কোনো ধাতু দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও এ বাহিনীর আরও কয়েকজনের শরীরে  বিষক্রিয়ার হালকা লক্ষণ দেখা গেছে।

মারিয়ানার শরীরে যে ভারী ধাতু দিয়ে বিষ প্রয়োগের কথা সন্দেহ করা হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, তার শরীরে যে পদার্থ প্রয়োগ করা হয়েছে, তা প্রাত্যহিক জীবনে বা সামরিক অভিযানেও ব্যবহৃত হয় না।

ইউক্রেনের অনলাইন নিউজ পোর্টাল ইউক্রেনস্কা প্রাভদার প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার মধ্যদিয়ে মারিয়ানার শরীরে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সম্ভবত বিষাক্ত খাবারের মাধ্যমে এটা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন কিছুটা ভালো বোধ করছেন।

কিয়েভভিত্তিক বার্তা সংস্থা ইউনিয়ান তাদের নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, মারিয়ানা ইউক্রেনেই চিকিৎসা নিচ্ছেন।

তবে, এ ঘটনার পেছনে রাশিয়ার কোনো হাত রয়েছে কি-না, সে বিষয়ে ইউক্রেনের গণমাধ্যমগুলোতে কোনো কথা বলা হয়নি।

Exit mobile version