চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৯৭ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল পিএসজি। হারলে নকআউটের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসত তাদের। এমন ম্যাচে শেষ মুহূর্তে গিয়ে দলকে বাঁচালেন কিলিয়ান এমবাপ্পে। তার গোলে নিউক্যাসলের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে ফ্রান্সের ক্লাবটি।
পার্ক দেস প্রিন্সেসে ২৪ মিনিটের মাথায় গোল হজম করে বসেছিল পিএসজি। ফরাসি জায়ান্টরা হারলেই ‘এফ’ গ্রুপের দুইয়ে উঠে আসত নিউক্যাসল, ফলে নকআউটের সম্ভাবনা কমে যেত পিএসজির। এমন ম্যাচে গোলের খাতাই খুলতে পারছিল না তারা। সেই ডেডলক ভাঙেন দলের সেরা তারকা এমবাপ্পে।
ম্যাচের ৯৮ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে সফল স্পটকিকে দলকে গোল এনে দেন এমবাপ্পে। তাতে ১-১ গোলে ড্র করতে সক্ষম হয় তারা, পিএসজি পায় ১ পয়েন্ট। এতে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে দলের। ৫ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
দিনের আরেক ম্যাচে এসি মিলানের নকআউটের সম্ভাবনা কমিয়ে দিয়ে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে বরুশিয়া টেবিলের শীর্ষে থাকলেও ৫ পয়েন্ট নিয়ে সবার শেষে আছে এসি মিলান।