মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও এখনো চারজন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা সবাই বাংলাদেশি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে মালয়েশিয়ার পেনাংয়ে এই দুর্ঘটনা ঘটে। বুধবার (২৯ নভেম্বর) আলাদা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এবং ফ্রি মালয়েশিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। এরপর থেকেই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপে নিখোঁজ শ্রমিকদের সন্ধান করছেন।
পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মাদ বলেন, এখনও পর্যন্ত উদ্ধারকারীরা ভবনটিতে আটকেপড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে খুঁজে পেয়েছেন।
ডেপুটি কমিশনার মোহাম্মদ ইউসুফ বলেন, ঘটনার সময় প্রায় ১২ মিটার লম্বা এবং প্রায় ১৪ টন ওজনের একটি বিম ভেঙে পড়ে। এ ঘটনার পর আরও ১৪টি বিম ভেঙে পড়ে। নির্মাণাধীন এই সাইটে কাজের জন্য ১৮ জন শ্রমিক নিয়োগ করা হয়েছিল।
তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং অন্য একজন হাসপাতালে মারা গেছেন। গুরুতর আহত অন্য দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।
দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, ওউ ভবনে যেসব শ্রমিক কাজ করছিল তারা সবাই বাংলাদেশি। অন্যদিকে, ফ্রি মালয়েশিয়া টুডে বলছে, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন মোহাম্মদ ইউসুফ।
অন্যদিকে বাংলাদেশ কনস্যুলেটের শাইক ইসমাইল আলাউদ্দীন বলেছেন, তারা এখনও দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছেন।
তিনি বলেছেন,
অফিশিয়ালি কোনো তথ্য জানার আগে আমরা কোনো ধরনের বিবৃতি দিতে পারি না। আমি ঠিকাদারকে হতাহতদের বিবরণ দিতে বলেছি। যদিও আমরা জানি, তারা বাংলাদেশ থেকে এসেছে, তবে কোনো বিবৃতি দেয়ার আগে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমাদের নথি দরকার।