এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল এন্ড কলেজ সেরা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এবং ৩য় অবস্থানে সরকারি আজিজুল হক কলেজ।
এ বছর বগুড়ায় ৬২টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩৪ হাজার ৪০০ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এরমধ্যে শতভাগ পাশের তালিকায় রয়েছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, আরডিএ স্কুল এন্ড কলেজ, টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ, এসওএস হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ এবং বিএএফ শাহীন কলেজ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজে ৪১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগের পাশাপাশি জিপিএ- ৫ পেয়েছেন ৩৪৯ জন যা শতকরায় ৮৫ দশমিক ১৩ শতাংশ।
বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে ২৬৮জন শিক্ষার্থীদের মধ্যে সবাই পাশ করেছে। এদের মধ্যে ২২৮ জন জিপিএ-৫ পেয়েছেন যা শতকরায় ৮৫ দশমিক ৭ শতাংশ।
সরকারি আজিজুল হক কলেজ এবার এক হাজার ৩৩৪ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে এক হাজার ৩৩৩ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৮জন।
টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে ১১০ শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছেন৷ এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৫জন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭০৬ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৭০৫জন। জিপিএ-৫ পেয়েছে ৩১৪ জন।
বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে এবার ৩২৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১২৫ জন। বগুড়া আরডিএ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এবার মোট ৩০০জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন।
সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে এবার এক হাজার ৪৮৭ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাশ করেছে এক হাজার ৪২৭জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫৮ জন। সরকারি শাহ সুলতান কলেজ থেকে এবার এক হাজার ৪১৯ জন পরীক্ষা দেয়। পাশ করেছে এক হাজার ৩৯৯ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৭ জন।
বগুড়া সরকারি কলেজ থেকে এবার ৮৫১জন পরীক্ষা দিয়ে ৭৮৮ জন পাশ করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৬জন।