Homeসর্বশেষ সংবাদরাবির গেটে পেট্রোল ছুড়ে আগুন, ট্রাক ভস্মীভূত

রাবির গেটে পেট্রোল ছুড়ে আগুন, ট্রাক ভস্মীভূত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গেটের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে পেট্রোল ছুড়ে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছেন অবরোধ সমর্থকরা। এ সময় ট্রাকটি ভস্মীভূত হয় বলে জানা গেছে।

রোববার (২৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে রাবির কাজলা গেইটসংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার পরিদর্শক মো. রুহুল আমিন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহীগামী পণ্যবাহী ট্রাকের পথরোধ করেন কয়েকজন অবরোধ সমর্থক। পরে ট্রাকে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান তারা। এতে পণ্যবাহী ট্রাকটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে৷ প্রায় একঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ওই ফায়ার সার্ভিস ইউনিট। তবে ট্রাকটি ভস্মীভূত হয়েছে।

মতিহার থানার পরিদর্শক রুহুল আমিন বলেন, রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকে আগুন দেয়ার পর পালিয়ে যান অজ্ঞাত যুবকরা। তবে ট্রাকচালক পুলিশকে জানান, চলন্ত মোটরসাইকেল থেকে পেট্রোল ছোড়া হয়েছে। তবে কে বা কারা পেট্রোল ছুড়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Exit mobile version