মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর সদর উপজেলার অগ্রণী গন্ধব্যপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা ২৬ নভেম্বর (রোববার) বিকেলে গর্ন্ধব্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মাঈন উদ্দিন আব্বাসীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: ইকরামুল হক।
সভার শুরুতে বার্ষিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবির, বিএডিসি সহকারী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুল ইসলাম, পল্লী বিদ্যুত সমিতির ভবাণীগঞ্জ জোনের ডিজিএম এস এম আরিফুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মো: রবিউল ইসলাম খান, সমিতির সহসভাপতি মো: জহির, কোষাধ্যক্ষ আহাদের রহমান প্রমুখ। এসময় সমিতির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণবৃন্দ উপস্থিত ছিলেন।